ঢাকাবৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ খবর

কোটচাঁদপুরে ৭ই মার্চের ভাষণের তাৎপর্য বর্ণনায় এমপি সালাউদ্দিন।


মার্চ ৭, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতা:আজ ঐতিহাসিক ৭ই মার্চ…বাঙালি জাতির মুক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য সাধারণ ও তাৎপর্যপূর্ণ দিন ৭ মার্চ। এই দিনই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকার চূড়ান্ত নির্দেশ দেন। তার সেই ভাষণের মধ্যেই সুস্পষ্ট হয়ে যায় পাকিস্তানের শোষণ-নির্যাতন থেকে মুক্ত হতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা,পরবর্তীতে শুরু হয় সংগ্রাম।

বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে ঐতিহাসিক দিবস টি পালন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মহেশপুর ঝিনাইদহ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজী ( অবঃ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোছাঃ শরিফুন্নেছা মিকি, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি খাতুন পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর প্রমূখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।