কেএম সবুজঃ শনিবার ১৬ মার্চ২০২৪ ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের উদ্যোগে ভাসানী মিলনায়তনে কারামুক্ত নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।প্রধান বক্তা হিসেবে ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সভাপতি কামাল হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কৃষক দলের সহসভাপতি মামুনুর রশীদ খান, আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার অবাইদুর রহমান টিপু, শাহাদাত হোসেন বিপ্লব, সহসাধারণ সম্পাদক ফ্লাইট লেফটেন্যান্ট অবঃ হারুনুর রশীদ ভুঁইয়া, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সহ প্রমুখ, সংবর্ধনা অনুষ্ঠান শেষে, কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায়, ওলিউল্লাহ সিদ্দিকী কে আহবায়ক ও ওসমান আলী কে সদস্য সচিব করে কৃষক দলের ইফতার মাহফিল বাস্তবায়ন উপ-কমিটি গঠন করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭