ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, লক্ষ লক্ষ আলেমদের হৃদয়ের মনি ও হাজার হাজার আলেমের ওস্তাদ, বাংলাদেশের আলেম জগতের অন্যতম নক্ষত্র, প্রানপ্রিয় ইসলামিক স্কলার, প্রখ্যাত আলেম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৩ মার্চ) দুপুরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার।
তিনি বলেন, আজ দুপুর ২:৫৪ মিনিটে আমার বাবা ইন্তেকাল করেছেন। তিনি ১৯৪০ সালে লক্ষ্মীপুর জেলাধীন রামগঞ্জে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে তিনি ব্রেনস্ট্রোক করেন মাওলানা লুৎফুর রহমান। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। গত ১৬ ফেব্রুয়ারি রাতে তার ব্রেনের অপারেশন করা হয়। তার পর থেকে আর জ্ঞান ফিরেনি মাওলানা লুৎফুর রহমানের।
প্রখ্যাত এ আলেমে আল্লামা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা। একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশে-বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে।
আল্লামা লুৎফর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সামাজিক উন্নয়ন অগ্রগতিতে সর্বদা নিজেকে উৎসর্গ করেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে মাওলানা লুৎফর রহমান সাহেব ৫ কন্যা ও ২ ছেলে রেখে যান। পরিবারের পক্ষ থেকে আল্লামা লুৎফর রহমানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ তায়ালা যেন এই কোরআনের পাখিকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭