ঢাকাবৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ খবর

অডিও বার্তায় অসুস্থ নাবিক সোহেল রানার প্রাণে বাঁচার আকুতি


মার্চ ১৪, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

রাজিবুল ইসলামঃ সম্প্রতি বাংলাদেশের মালিকানাধীন এমভি আব্দুল্লাহ দস্যুদের হাতে জিম্মি হওয়ার খবরে প্রতিনিয়ত জিম্মি নাবিকদের অডিও বার্তা গুলোর রেশ কাটতে না কাটতেই এবার ভেসে আসলো আরেক নাবিকের অডিও রেকর্ড। অসুস্থ হয়ে সঠিক চিকিৎসা ও খাবার না পেয়ে মুমূর্ষু অবস্থার বিবরণ জানিয়ে একটি অডিও ক্লিপ আসছে গণমাধ্যমের হাতে। সেখানে শোনা যাচ্ছে করুন কন্ঠে সোহেল রানা নামের এক নাবিককে বলতে শোনা যায়,তার কয়েকদিন ধরে প্রচুর জ্বর। প্যারাসিটামল ব্যতীত কোন উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না। ক্যাপ্টেনকে বার বার অনুরোধ করার ফলে কোন সুরহা পাচ্ছেন না তিনি। বিশুদ্ধ পানি ও খাবার ও দেওয়া হচ্ছেনা তাকে। যাতে করে অসুস্থতা আরও তীব্র হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য অনুরোধ করলে বাড়িতে পাঠিয়ে দেওয়ার ও হুমকি প্রদান করছেন ওই শিপে থাকা ক্যাপ্টেন।দুবাইয়ের সীমাটেক কোম্পানির মালিকানাধীন GFS JUNO (স্থানীয় এজেন্ট বাংলাদেশ এর রিলায়েন্স শিপিং সার্ভিস)জাহাজটি এই রিপোর্ট লেখা পর্যন্ত শিপটি সৌদি আরবের জেদ্দা পোর্টে আছে। সোহেল রানা রাজশাহী জেলার পুঠিয়া থানার হাতিনাদা গ্রামের মুনতাজ স্বর্নকারের ছেলে। তার র‍্যাংক এবি। তার জীবন বাঁচাতে দ্রুত সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন অসুস্থ এই নাবিক ও তার পরিবার।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।