ঢাকাসোমবার , ১১ মার্চ ২০২৪

৭৭৫ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ি গ্রেফতার।


মার্চ ১১, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

মোস্তাফিজুর পিন্টু (বগুড়া) বগুড়া সদর থানার মাদক বিরোধী অভিযানে ৭৭৫ (সাত’শ পঁচাত্তর) বোতল ফেন্সিডিলসহ একজন নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোছাঃ সুমা খাতুন বগুড়া সদর উপজেলার কুকরুল মধ্যপাড়া এলাকার মোঃ মেহেদী হাসান বাবলার স্ত্রী।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ।

সোমবার (১১ মার্চ) বগুড়া সদর থানার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা পৌণে ১টার দিকে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের কুকরুল মধ্যপাড়া এলাকায় অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় ৭৭৫ (সাত’শ পঁচাত্তর) বেতল ফেন্সিডিলসহ মোছাঃ সুমা খাতুনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ওসি মোঃ সাইহান ওলিউল্লাহ আরও জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।