ঢাকারবিবার , ৩ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ খবর

সিরাজদিখানে ১১০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার!


মার্চ ৩, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখান প্রতিনিধিঃমুন্সিগঞ্জের সিরাজদিখানে মিথাইল এ্যামফেটামিন যুক্ত ১১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল অনুমান সাড়ে ৪ টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের রাসেল স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় একজনের কাছ থেকে ১ শত পিছ ও অপর জনের কাছ থেকে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে সিরাজদিখান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে মোঃ জাহিদ হাসান (২৮) একই গ্রামের মনির হোসেনের ছেলে মোঃ রিফাত হোসেন (২২)।স্থানীয়রা জানায়, চালতিপাড়া গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে মোঃ জাহিদ হাসান ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মোঃ রিফাত হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক তথা ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক আইনে একাধিক মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।

সিরাজদিখান থানার এসআই মিঠুন কুমার দাস গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন দুই জনকে ১১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রীয়াধীন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।