ঢাকাশনিবার , ১৬ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ খবর

লাখাইয়ে ক্ষিতীশ হত্যার ২ আসামীকে চট্টগ্রাম ও তেলিয়াপাড়া থেকে গ্রেপ্তার


মার্চ ১৬, ২০২৪ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাস,জেলা প্রতিনিধি হবিগঞ্জ:হবিগঞ্জের লাখাইয়ে ক্ষিতিশ সরকার হত্যার মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ। চট্টগ্রাম ও তেলিয়াপাড়া এলাকা থেকে সুভাষ সরকার ও দিলীপ সরকার কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে ক্ষিতিষ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) চম্পক দাম জানান শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাতে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ চট্টগ্রাম র‍্যাব ৭ ও হবিগঞ্জ র‍্যাব ৯ এর সার্বিক সহযোগিতায় পৃথক পৃথক অভিযান চালিয়ে র‍্যাব ৭ চট্টগ্রাম এর সহায়তায় চট্টগ্রাম পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের মৃত সুনেন্দ সরকার এর ছেলে দিলীপ সরকার(৪৫) কে গ্রেপ্তার করেন।এবং একই রাতে র‍্যাব ৯ হবিগঞ্জ এর সহায়তায় তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের মৃত সুনেন্দ সরকার এর ছেলে সুভাষ সরকার (৪৮) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

গ্রেফতারের বিষয়নিশ্চিত করেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের। তিনি বলেন গ্রেপ্তারকৃত আসামীদের কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।