লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর সদরে পুলিশ অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ ওরফে আকাশ (৩২) নামক এক যুবককে গ্রেফতার করেছে।
বুধবার (৬ মার্চ) রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক দৈনিক ভোরের খবরকে এ তথ্য নিশ্চিত করছেন।
এর-আগে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকার রোজ গার্ডেন ফুলের দোকানের সামনে থেকে দুই হাজার পিস ইয়াবাসহ অভিযুক্ত আরিফকে গ্রেফতার করে।
মাদক কারবারি আরিফ প্রকাশ আকাশ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার পৌর হাজিপুর (খালাসী বাড়ী) আবুল কালামের ছেলে।
পলাতক আসামি হলেন- কক্সবাজার সদর উপজেলার উত্তর হাজিরপাড়ার মোহাম্মদ ইউনুসের মেয়ে সিফা ইয়াসমিন (২৭)।
ওসি জানান, অভিযুক্ত আরিফ কক্সবাজারের চিহ্নিত মাদক কারবারি সিফা ইয়াসমিনের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট কিনে আনেন বিক্রির জন্য। বিষয়টি আমরা গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে তাকে ২০০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করি। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। আরিফকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হবে। সিফা ইয়াসমিনকে এ মামলায় পলাতক আসামি দেখানো হয়েছে।