ঢাকাশনিবার , ৩০ মার্চ ২০২৪

নড়িয়ায় মোটরসাই‌কেল দুর্ঘটনায় চালকের মৃত্য


মার্চ ৩০, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

নুরে আলম হাওলাদার শরীয়তপুর: নড়িয়ায় মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খেয়ে চালক শুভ হাওলাদার (২২) নিহত হয়েছে।শনিবার (২৯ মার্চ) রাত আটটার দিকে উপজেলার সালধ বাবুর্চি বাড়ির ঘাটায় এই দুর্ঘটনা ঘ‌টে।মারা যাওয়া শুভ হাওলাদার উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়‌নের দেওজুরি গ্রা‌মের খোকন হাওলাদা‌রের ছে‌লে।স্থানীয়রা জানায়, সন্ধায় ঘুরতে বেড়িয়েছিলো সে। রাতে বাড়ি ফেরার প‌থে রাস্তার বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে বিদ্যুতের খুটির সা‌থে ধাক্কা খান তিনি। পরে বিপরীত দিক থেকে আসা একটি অটো রিকসা গাড়ী শুভকে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ্য হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‘মোস্তাফিজুর রহমান জানান, রাতে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর ঢাকা নেয়ার পথে ছেলেটির মৃত্যু হয়। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।