ঢাকামঙ্গলবার , ৫ মার্চ ২০২৪

কাজীর কারসাজিতে অসহায় নিপার আর্তনাদ


মার্চ ৫, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রফিকুল ইসলাম (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরের ছোট গবড়া গ্রামের বাসিন্দা মোঃ আবুল হোসেনের মেয়ে নিপা আক্তারের সাথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাথালিয়া গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে জাকির হোসেনের সাথে প্রায় ১২ (বারো) বছর আগে বিয়ে হয়। বিয়ের পর হতে উক্ত জাকির হোসেন বিভিন্ন সময় নির্যাতন করে নিপা আক্তারে নিকট হইতে ৬,৫০,০০০/-(ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা যৌতূক হিসেবে নেয়। তারপরও উক্ত জাকির হোসেন নিপাকে আরো টাকার দাবিতে নির্যাতন করে। কিন্তু নিপা এতে অস্বীকার করলে তাকে জাকির হোসেনের গোটা পরিবার নির্যাতন করে এবং টাকা আনতে বলে। এক পর্যায়ে নিপা আক্তারকে তার একমাত্র প্রতিবন্ধী পুত্রসহ বাড়ি হতে এক কাপড়ে বের করে দেয়। এর বিচার দাবিতে নিপা আক্তার কালিয়াকৈর থানায় সশরীরে হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা ঘটনার সত্যতার প্রমাণ পায়। থানা থেকে ব্যবস্থা নিতে উদ্যোগ নিলে প্রতারক স্বামী জাকির হোসেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার তক্তারচালা বাজারের কাজী মোজাহিদ এর নিকট একটি জাল স্বাক্ষরের ভিত্তিতে নিপার পক্ষ থেকে একটি ডিভোর্স (স্বামী তালাক) নামা দেয়।এরপর নিপা আক্তার ‘ডিভোর্সের ব্যাপারে কিছুই জানি না’ মর্মে টাঙ্গাইল জেলা প্রশাসকের নিকট একটি অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের ভিত্তিতে কাজী মোজাহিদের নিকট বিষয়টি নিয়ে জানতে চাইলে কাজী সাহেব সাংবাদিকদেরকে এড়িয়ে যান এবং অফিস থেকে চলে যান। নিপা আক্তার উক্ত কাজীর সাথে সাক্ষাৎ করে ঘটনার সত্যতা প্রমাণের জন্যে একাধিকবার কয়েক ঘণ্টা যাবৎ অপেক্ষা করে ফোন করলে কাজী অফিসে না এসে নিপাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করেন। সাংবাদিকগণ কাজীর সাথে সাক্ষাতের জন্যে বহু চেষ্টা করে অফিসে গেলে কাজী গা ঢাকা দেন। বর্তমানে নিপা আক্তার প্রতিবন্ধী ছেলে সন্তান নিয়ে অসহায়ভাবে মানবেতর জীবন যাপন করছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।