ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌর শহরের পুরাতন মাছ বাজারে উদ্বোধন হয়েছে পৌর আধুনিক কিচেন মার্কেট।রোববার (৪ঠা ফেব্রুয়ারী) লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মল হায়দার মাসুম ভূইয়ার সভাপতিত্বে লক্ষ্মীপুর পৌর আধুনিক কিচেন মার্কেটটি উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সুরাইয়া জাহান। তিনি বলেন, দেশের উন্নয়নে ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ব্যবসায়ীদের সুসম্পর্কে অর্থনৈতিক বিপ্লব ঘটে। অর্থনৈতিক ক্ষেত্রে ও আমল পরিবর্তনে সবচেয়ে বেশি ব্যবসায়ীরাই অবদান রাখেন। এজন্য একে অপরের সোভার্ধপূর্ণ আচরণ করতে হবে। একে অপরের সহযোগীতায় এগিয়ে আসতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু সহ আরো অনেকে।
জানা গেছে, লক্ষ্মীপুর মাছ বাজার সড়কে দৌতলা বিশিষ্ট আধুনিক কিচেন মার্কেট নির্মান করা হয়। মার্কেটের নিচ তলা ৩১০০ বর্গফুট ও ২য় তলা ৩৬০০ বর্গফুট। মার্কেটটি নির্মানে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ২২ লক্ষ টাকা।