ফখরুল ইসলাম বিপ্লবঃ রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ২য় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন।শিক্ষ ও সামাজিক লক্ষ্য-উদ্দেশ্যে, সিলেট, কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের দেশে-বিদেশে অবস্থানরত তরুণ-যুবকদের সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন “রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে কানাইঘাট উপজেলা ভিত্তিক ২য় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১০-০২-২০২৪ ইং. রোজ শনিবার রাজাগঞ্জ ইউনিয়নাধীন সুরমা উচ্চ বিদ্যালয়ে, অনুষ্ঠিত হয়।এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি কুয়েত প্রবাসী ফখরুল ইসলাম বিপ্লব, প্রকাশনা সম্পাদক হাফিজ মতিউর রহমান চৌধুরী এবং এসোসিয়েশনের দেশে অবস্থানরত দায়িত্বশীল সহযোগী সদস্য মাও. ইমরান হুসাইনের যৌথ সঞ্চালনায় প্রতিযোগিতার শেষ পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়।কানাইঘাট উপজেলা ভিত্তিক ২য় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া দারুল হাদীস রাজাগঞ্জ ইউনিয়ন এর সাবেক মুহতামিম হযরত মাও: আব্দুল আজিজ সাহেব (বন্দরবাড়ী), রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এসোসিয়েশনের উপদেষ্টা মাও: শামসুল ইসলাম সাহেব, সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাজিদ মিয়া সাহেব, জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা তালবাড়ী-এর প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও এসোসিয়েশনের উপদেষ্টা মাও: হোসাইন আহমদ ‘মতিন’ সাহেব, জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও অত্র এসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা শরীফ আহমদ সাহেব, রুপালী ব্যাংক লি: দক্ষিণ সুরমা খালেরমুখ শাখার ম্যানেজার ও এসোসিয়েশনের উপদেষ্টা মো জনাব ফখরুল ইসলাম সাহেব, শাহজালাল রাহ: জামে মসজিদ, রোম এর ঈমাম এবং ইউরিপিয়ান স্কুল এন্ড কলেজ, রোম, ইতালি এর আরবি শিক্ষক ও এসোসিয়েশনের উপদেষ্টা মাও. রুহুল আমীন তালুকদার সাহেব, মাদরাসাতুল মদিনা, মির্জারগড় মৌজা এর নির্বাহী মুহতামিম ও এসোসিয়েশনের উপদেষ্টা মাও. আমীমুল ইহসান শামীম সাহেব, খাগড়ীকান্দী নওয়ামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও এসোসিয়েশনের উপদেষ্টা ছাদেক আহমদ সাহেব, রাজাগঞ্জ ইউনিয়নের লাইভস্টক সার্ভিস প্রোভাইডার ও এসোসিয়েশনের উপদেষ্টা মো: আব্দুল মুহিত মিঞা চৌধুরী সাহেব, খালপার দারুসসুন্নাহ সুলতানিয়া শিব্বিরিয়া আলিম মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট ও এসোসিয়েশনের উপদেষ্টা সুলতান মো. সাদিকুর রহমান সাহেব, এসোসিয়েশনের আজীবন সদস্য সৌদি আরব প্রবাসী মো: কাছাছ আহমদ চৌধুরী সাহেব, এসোসিয়েশনের পরিচালনা পরিষদের সদস্য ইসলামী ব্যাংক রাজাগঞ্জ আউটলেট এর ইনচার্জ জাহিদুল ইসলাম ‘কলিম’, দুবাই প্রবাসী সুহেল আহমদ, বদরুল ইসলাম, সিনিয়র সদস্য তোফায়েল আহমদ তালুকদার, সিনিয়র সদস্য দুবাই প্রবাসী আলী আহমদ তালুকদার, সিনিয়র সদস্য আনোয়ারুল আম্বিয়া চৌধুরী, সিনিয়র সদস্য লুৎফুর রাহমান, সিনিয়র সদস্য সৌদি আরব প্রবাসী মাও. নাছিম আশরাফ প্রমুখ।কানাইঘাট উপজেলা ভিত্তিক ২য় হিফজুল কোরআন প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন।(ক) বিভাগ তথা (১-৩০ পারা) প্রথম স্থান অর্জন করে ৪নং সাঁতবাক ইউনিয়নের মুহিউস সুন্নাহ সাঁতবাক চরিপাড়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ ইয়াহ ইয়া।২য় স্থান অর্জন করে ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের আবু বকর সিদ্দিক রা: হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাহেদুল হাসান মাহফুজ।৩য় স্থান অর্জন করে ৪নং সাঁতবাক ইউনিয়নের মুহিউস সুন্নাহ সাঁতবাক চরিপাড়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আবু তাহের।(খ) বিভাগ তথা (১-২০ পারা);১ম স্থান অর্জন করে ৪নং সাঁতবাক ইউনিয়নের মুহিউস সুন্নাহ সাঁতবাক চরিপাড়া মাদ্রাসার শিক্ষার্থী জাহেদ আহমদ।২য় স্থান অর্জন করে ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের আবু বকর সিদ্দিক রা: হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাকিব আহমদ।৩য় স্থান অর্জন করে ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের দলইকান্দি কান্দিগ্রাম মিফতাহুল উলুম ঈদগাহ মাদ্রাসার শিক্ষার্থী জাহিদ হাসান।(গ) বিভাগ তথা (১-১০ পারা) ;১ম স্থান অর্জন করে ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের তাহিরিয়া সালফিয়া দাখিল মাদ্রাসার ফাগু-বাঁশবাড়ীর শিক্ষার্থী মোঃ আবু নাইম।২য় স্থান অর্জন করে ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের জামেয়া আল মুতলিব খয়রুন নেছা মাদ্রাসার শিক্ষার্থী মাহিন আহমদ।৩য় স্থান অর্জন করে ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের জামেয়া ইসলামিয়া আনওয়ারুল উলুম দারুল হাদিস খালপার মাদ্রাসার শিক্ষার্থী মাহদী হাসান।এছাড়া বিশেষ পুরস্কার সহ সকল অংশগ্রহণকারীদেরকে পুরস্কার দেওয়া হয়।অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সহ সভাপতি ব্রুনাই প্রবাসী খাইরুল ইসলাম, দুবাই প্রবাসী সহ সভাপতি সুলতান আহমদ, প্রতিষ্ঠা উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক দুবাই প্রবাসী এম এ তাহির খান, রাজাগঞ্জ বাজারের ব্যবসায়ী, এসোসিয়েশনের অর্থ সম্পাদক মখলিছুর রাহমান, দপ্তর সম্পাদক সাঈদুর রহমান, দেশে অবস্থানরত দায়িত্বশীল সহযোগী সদস্য, হাফেজ জাহাঙ্গীর আলম, মাও: শরীফ উদ্দিন, মাসুম বিন নূরুল হক, নাজমুল হুসাইন ইমন, মনসুর আহমদ, মো. আবু সাবির খান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয় অনুষ্ঠানের অতিথি জামিয়া ইসলামিয়া দারুল হাদীস রাজাগঞ্জ মাদ্রাসার সাবেক মুহতামিম, হযরত মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ী এর মোনাজাতের মাধ্যমে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।