ঢাকাসোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪

বেতকা ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনিষ্ঠিত।


ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে ৭ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর বেতকা চৌরাস্তা জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহবারে উম্মত আল্লামা আব্দুল আউয়াল (দা.বা)। এ সময় কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব, পরিচালক জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন আল্লামা শায়েক হাসান জামিল, মুহতামিম, জামিয়া ইসলামিয়া দারুল উলূম রূপগঞ্জ ও খতিব সাইন্স ল্যাবরেটরি জামে মসজিদ, ঢাকা। মুফতি হারুনুর রশিদ, মুহাদ্দিস দেওভোগ মাদ্রাসা নারায়ণগঞ্জ, মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম বিক্রমপুরী, খতিব বেতকা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ।

বেতকা ক্লাব এর সভাপতি কামাল হোসেন মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি ওয়াহিদ, বিশিষ্ট ব্যবসায়ী শাখাওয়াত হোসেন শেখ, বিশিষ্ট সমাজ সেবক ইদ্রিস খান,সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলম সিকদার বাচ্চু,যুবলীগ নেতা আশরাফ হোসেন বাদল।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।