ঢাকাবৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪

সুন্দরগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ পশু হাসপাতালের কম্পাউন্ডারের মৃত্যু


ফেব্রুয়ারি ১, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ,(গাইবান্ধা) প্রতিনিধিঃগাইবান্ধার সুন্দরগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ কম্পাউন্ডার মো. আবদুল মোত্তালেব মিয়ার (৮১) মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা শেখ হাসিনা বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত মো. আবদুল মোত্তালেব মিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড মাষ্টার পাড়া গ্রামের মৃত মো. আবদুস সালাম মিয়ার ছেলে ও সুন্দরগঞ্জ উপজেলা পশু হাসপাতালে কম্পাউন্ডার পদ থেকে ২০০০ সালে অবসরে যান।

পৌরসভার মেয়র মো. আবদুর রশীদ রেজা সরকার ডাবলু বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে গত ২৫ জানুয়ারি নিজ বাড়িতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ২ দিন পরে ঢাকায় স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। পরে ঢাকা শেখ হাসিনা বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।