শহীদুল ইসলাম শহীদ,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জেের বামনডাঙ্গায় প্রেমিকের প্রতারণার জেরে শাহারিয়ার জান্নাত ছোয়া নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করায় সাবেক প্রেমিক রায়হান কবীর মজিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা শিক্ষার্থীসহ স্থানীয়রা।
শনিবার দুপুর ৩ টায় কাটগড়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নিহত ছোঁয়ার বাবা শাহাজান মিয়া, চাচা শফিকুল মিয়া, বড় বোন সুরভী বেগম, শিক্ষার্থী আপন কুমার, জয়া, শেফালী আক্তার প্রমুখ।
মানবন্ধনে নিহত শাহারিয়ার জান্নাত ছোয়ার বাবা শাহাজান মিয়া বলেন, রায়হান কবীর মজিদ তার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে গোপনে তার সাথে ছবি ও ভিড়িও করেন। এবং পরবর্তীতে এই ছবি ও ভিড়িও গুলো দেখিয়ে নেশার জন্য বিভিন্ন সময় টাকার দাবী করেন। টাকা দিতে না পারলে ছবি ও ভিড়িও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিবে মর্মে চাপ দিত। এসব ছবি ও ভিড়িও তার সহপাঠীদের মাঝে জানা জানি হলে তাকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি জানাজানি হলে ক্ষোভে-লজ্বায় সে একটি চিঠিতে সব লিখে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ছোঁয়ার বাবার দাবি এটি আত্মহত্যা নয়, তার মেয়েকে হত্যা করা হয়েছে।
এছাড়া নিহত শাহারিয়ার জান্নাত ছোঁয়ার রেখে যাওয়া চিঠিতে লিখেছেন , আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই পৃথিবীর নরপশুরা আমাকে বাঁচতে দেয়নি। ওরা আমাকে কাফনের কাপড় পড়িয়ে ছাড়লো।
নিহত শাহারিয়ার জান্নাত ছোঁয়া কাটগড়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও নগর কাটগড়া মনমথ গ্রামের শাহাজানের মেয়ে। বখাটে প্রেমিক রায়হান কবীর মজিদ বামনডাঙ্গা রেল কলোনি গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে ।
এদিকে গত রবিবার মরদেহ ময়নাতদন্ত শেষে বাদ জোহর মরহুমের নামাজে জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭