ঝিনাইদহ সংবাদদাতা:শৈলকূপা উপজেলার আবাইপুর ইউনিয়নের বাগনি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি বন্ধ তবে উড়ছে জাতীয় পতাকা। রোজ মঙ্গলবার ১৩ই ফেব্রুয়ারি বেলা ২টার দিকে বাগনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুমগুলো তালাবদ্ধ। বিদ্যালয় প্রাঙ্গনে গাছের সাথে বাধা রয়েছে গরু-ছাগল। স্কুলটা আজ আদৌ খুলেছে কিনা বোঝা যাচ্ছে না। কিন্তু জাতীয় পতাকা উড়ছে পত পত করে।
এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন যে কৃপালপুর স্কুল মাঠে খেলা তাই সেখানে আছি। যেহেতু স্কুল খোলা তাই পতাকা উড়ছে। আমরা এখান থেকে যাওয়ার সময় পতাকা খুলে রেখে যাব। স্কুল মাঠে গরু বাধা রয়েছে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমাদের বাড়ির পাশের একজন আমাদের স্কুলের জমি জোর করে দখল করে আছে এবং আমরা যখন থাকি না তখন উনি আমাদের স্কুলের মাঠে গরু-ছাগল বেঁধে রাখেন যা আমরা কোন প্রতিকার করতে পারছি না।
এই প্রসঙ্গে শৈলকূপা উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষা অফিসার শাহিনুর এর সাথে কথা বললে সে বলে যে স্কুল বন্ধ রেখে কোথাও যাওয়ার সুযোগ নেই। স্কুল বন্ধ রাখার কারণে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।