ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক রাউন্ড কার্তুজ ও একটি এলজিসহ রাকিব হোসেন সুমন নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে, শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রাম থেকে সুমনকে গ্রেফতার করা হয়। একইদিন র্যাব তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে। একইসঙ্গে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সুমনকে থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে একই থানায় আরও একটি মামলা রয়েছে।গ্রেফতার সুমন চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের তুলাতলি এলাকার লোকমান হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারী হিসেবে পরিচিত।র্যাব জানায়, সুমন অস্ত্রধারী সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে তিনি চন্দ্রগঞ্জসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, মারামারি ও দাঙ্গা-হাঙ্গামাসহ নানাবিধ অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলাসহ অনেকগগুলো অভিযোগ রয়েছে। শনিবার ভোরে অভিযান চালিয়ে এক রাউন্ড কার্তুজ ও একটি এলজিসহ তাকে গ্রেফতার করা হয়।চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু জানান, তার সঙ্গে অনেকেই ছবি তুলে। এখানে অপরাধের কিছু নেই। একটা চক্র তার বিরুদ্ধে এখন অপপ্রচার চালাচ্ছে।নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ বলেন, অস্ত্র আইনে সুমনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক দৈনিক ভোরের খবরকে বলেন, র্যাব আসামিকে আমাদের কাছে হস্তান্তর করলে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। বর্তমানে সে জেলা কারাগারে রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭