ঢাকারবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন


ফেব্রুয়ারি ৪, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী সদর উপজেলার স্কুল-কলেজসহ ২৭টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৪৫তম জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট সুরাইয়া জাহান বেলুন উড়িয়ে উক্ত মেলার উদ্বোধন করেন। এ বিজ্ঞান মেলায় উপজেলার ২৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মেলায় লক্ষ্মীপুর সরকারি কলেজ শিক্ষার্থীরা বায়োফ্লোক পদ্ধতিতে মাছ চাষ, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় নবায়ন যোগ্য আদর্শ গ্রাম, ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় গ্রামীণ নগরায়ন, পৌর শহীদ স্মৃতি একাডেমি সহজলভ্য গ্যাস প্রকল্পসহ ২৭টি প্রতিষ্ঠানই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনী দেখিয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মকবুল হোসেন প্রমুখ। এ সময় অতিথিরা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের তৈরিকৃত কারিকুলাম পরিদর্শন করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।