ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ বুধবার (৩১ জানুয়ারী) সন্ধ্যা থেকে গভির রাত পর্যন্ত লক্ষ্মীপুরের অন্ধ হাফেজ ও ছিন্নমুল মানুষের পাশে কম্বল নিয়ে হাজির হন লক্ষ্মীপুর পুলিশ সুপার তারিক বিন রশিদ (পিপিএম)।
কম্বল গ্রহণকারী মো: মহিন , বাদাম বিক্রেতা প্রতিনিয়ত সন্ধ্যা ঘনিয়ে আসলেই আগুন পোহাতে পোহাতে বাদাম বিক্রি করে রাতে বাড়ি ফিরতে হতো শীতের সাথে অনেকটা যুদ্ধ করে। হঠাৎ আজ তার চোখে খুশির আমেজ, জানতে চাইলে হাসি দিয়ে বলেই ফেললো "আমগো এসপি সাব আমাগোরে কম্বল দিছে"। শুধু তাঁকেই নন, পৌর শহরের অন্ধ হাফেজ, অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, ডিআইও-১ একেএম আজিজুর রহমান মিয়া ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় এসপি বলেন, ছিন্নমূল ও শীতার্ত মানুষের দূর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে বিবেকের তাড়নায় গত কয়েক রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পথে ঘাটে শুয়ে থাকা বেশ কিছু মানুষকে কম্বল দিয়েছেন তিনি। এসময় অসহায় অন্ধ হাফেজদের সাথে একবেলা আহার করারও অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭