ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃলক্ষ্মীপুরের রামগঞ্জে উৎসবমুখর পরিবেশে ১৮ আনসার ব্যাটালিয়নের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারী) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ১৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর রামগঞ্জে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
১৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক রোকসানা বেগমের সভাপতিত্বে বেলা ১১টায় বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের পরিচালক জনাব আশীষ কুমার ভট্টাচার্য।
পরবর্তীতে কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন খেলাধুলার আয়োজনসহ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
এসময় অত্র রেঞ্জের জেলা কমান্ড্যান্টবৃন্দ, ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, রামগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আল ইমরানসহ আনসার ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।