ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরের কমলনগরে চুরির ৪ দিন পর শিশু মালিহা পেল মায়ের কোল


ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী রেসিডেন্সিয়ার স্কুল এন্ড কলেজের ক্যাম্পাস থেকে চুরি হওয়ার ৪ দিন পর শিশু মালিহা ইসলাম ওহি (৯ মাস) কে পাওয়া গেছে কমলনগর থানার পাশ্ববর্তী এলাকায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে শিশু ওহির মা মরিয়ম বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের বরাত দিয়ে তিনি জানান, রাত ১ টার দিকে কমলনগর থানার অদূরে উপকূল ডিগ্রী কলেজ এলাকায় শিশুটিকে একটি কম্বল মোড়ানো অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখতে পেয়ে একপথচারী চিৎকার দেয়। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই এক স্বজনের মাধ্যমে খবর দিয়ে শিশুর মা মরিয়মকে ডেকে নিয়ে ওহিকে তার কোলে তুলে দেয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে থানার নিকট উপকূল কলেজের পিছনে মাটির রাস্তা দিয়ে জনৈক পথচারী ইউছুপ বাড়ি যাওয়ার সময় শিশুটিকে দেখতে পায়। তিনি চিৎকার দিয়ে লোকজন জড়ো করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে পরিচয় নিশ্চিত করে। এর আগে শিশুর মা থানায় একটি জিডি করে। সে সূত্রে পুলিশ, র্যাব,
ও সিআইডি বিভিন্ন স্থানে অভিযান চালায়।

ওহির মা মরিয়ম বেগম জানায়, চুরি হওয়া ওহির বড় বোন সাবিহা ইসলাম মিহি (৬) অগ্রণী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নার্সারী শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান ছিল। সেখানে মিহি যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে যোগ দেয়। এতে ওহিকে নিয়ে তার মা মরিয়মও বিদ্যালয়ে যায়। মিহিকে সাজানোর জন্য চুলের ক্লিপ ও বেল্ট আনার জন্য বিদ্যালয়ের পাশেই বাজারে যান মরিয়ম। এসময় মায়া নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ওহিকে তার কাছে রেখে দেয়। মায়া সম্পর্কে মরিয়মের ফুফাতো বোন হয়। এরমধ্যেই মায়ার কোল থেকে অচেনা এক নারী ওহিকে নিয়ে যায়। বাজার থেকে ফিরে ওহির কথা জিজ্ঞেস করলে মায়া জানায় সে অন্য একজনের কোলে রয়েছে। কিছুক্ষণ পরে ওহিকে আনতে বললে জানায়, অন্য এক নারী ওহিকে কোলে নিয়েছে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে বিদ্যালয়ের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা যাচাই করে দেখতে পায় মাথায় লাল হিজাব, মুখে মাস্ক ও কালো খয়েরি বোরকা পরিহিত এক নারী শিশুটিকে কোলে নিয়ে বের হয়ে যাচ্ছে। এরপর বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা যাচাই করেও একই দৃশ্য দেখা গেছে।

শিশুটির বাড়িতে গেলে তার মা মরিয়ম বেগমসহ স্বজনরা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। তারা পুলিশ, র‌্যাব, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে ওই চোরকে আটক করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ওহির মা মরিয়ম বেগম আরও বলেন, পুলিশ, র‌্যাব, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ ওহিকে উদ্ধারে সহযোগিতা করেছেন। মেয়েকে ফিরে পাওয়ায় সবার মুখে হাসি ফুটেছে। সবাই তাকে কোলে নিচ্ছে। ওহিকে আমি ফিরে পেয়েছি, এটি সবচেয়ে বড় আনন্দের। তবে যিনি ওহিকে চুরি করে আমার চোখের পানি ঝরিয়েছে। পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে, তাকে দ্রুত আটক করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।

কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল বলেন, শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি। চোরকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।