ভো খ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে গ্রেফতার সাংবাদিক ইলিয়াস:বাংলাদেশের এক সময়ের সাহসী সাংবাদিক ও বর্তমান প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন দীর্ঘ দিন যাবত মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি সেখান থেকে বাংলাদেশের রাজনীতি সহ গুম খুন ও বিভিন্ন বিষয়ে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরী করে তা প্রচার করেছেন। সম্প্রতি মিল্টন ও নিরু নীরাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও তৈরী করেন ইলিয়াস। ভিডিওটিকে মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে মিল্টন ও নিরু সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সিভিল ও ক্রিমিনাল আইনে মামলা করেন। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত। বিভিন্ন সূত্রে জানা গেছে যে, পুলিশের ডিটেকটিভ ব্রায়ান গ্রানশো বলেন, স্থানীয় সময় রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে স্টাটেন আইল্যান্ড এলাকা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন। এরপর তাকে জ্যামাইকার ১১৩ প্রেসেন্ট হাজতে নেওয়া হয়েছে। আগামীকাল তাকে জামিনের জন্য কোর্টে তোলা হবে বলে আশা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭