মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন আহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ২০ জন। আজ শনিবার রাত নয়টার দিকে উপজেলার কাজীর বাগ চৌরাস্তায় এ ঘটনা ঘটে।জানা গেছে, ঢাকা ও টঙ্গীবাড়ী সড়কের সর্বশেষ গাড়িটি ছিলো ডিএম পরিবহনের। গাড়িটি ঢাকা থেকে ২৫-৩০ জন যাত্রী নিয়ে সিরাজদিখানে উপজেলার কাজীর বাগ চৌরাস্তায় এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে পাঁচজন আহত হয়ে। আর ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের বিষয় নিশ্চিত করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম। তিনি বলেন এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর শুনেনি। বাসটি খাদ থেকে উপরে তুলে তুললে বোঝা যাবে।#
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭