ঢাকাশুক্রবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৪

মুন্সীগঞ্জে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ২


ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ও মোটরসাইকেল চালক আহত হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত ভ্যান চালক কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং মোটরসাইকেল চালক এর অবস্থা গুরুতর হওয়ায় মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আহত মোটরসাইকেল চালক মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের মজিবর সরদারের ছেলে নাহিদ এবং অপর আহত ভ্যান চালক আকাল মেঘ গ্রামের মোস্তফা।

শুক্রবার সকাল ১০ টায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের হাটকান ব্রীজের সামনে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,দিঘিরপাড়-সিপাহিপাড়া সড়কের হাটকান ব্রীজের সামনে দিয়ে যাচ্ছিলো মোটরসাইকেলটি এবং একই সময় ভ্যান গাড়িটি হাটকান ব্রীজ থেকে ওই সড়কে নামছিলো। এসময় ভ্যান ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে একটি গাছের সামনে পরে যায় চালক এবং ভ্যান চালক রাস্তার মধ্যেই পরে থাকে। এ সময় স্থানীয়রা এসে তাদের কে উদ্ধার করে ভ্যানচালক মোস্তফা কে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং মোটরসাইকেল চালক এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ভ্যান গাড়ি ও মোটরসাইকেল বিভিন্ন অংশ ভেঙ্গে যায়।

স্থানীয়রা আরো জানায়, এই জায়গাটি প্রায় সময় দূর্ঘটনা ঘটে থাকে। এখানে যদি ২ টি স্পীড ব্রেকার দেওয়া হয় তাহলে দূর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।