ঝিনাইদহ সংবাদদাতা:ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাকিলাদাড়ী গ্রামের মোঃ পিন্টু বিশ্বাস পিতা মৃত আব্দুল মালেক বিশ্বাস এ-র সহিত গত দুই বছর আগে বিয়ে হয় স্বামী পরিত্যক্ত মোছাঃ সুখজান বেগম পিতা মৃত আঃ সালাম গ্রাম কৃষ্ণচন্দ্রপুর উপজেলা মহেশপুর এ-র।সুকজান পিন্টু বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী।খালিশপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন দ্বিতীয় স্ত্রী সুকজান কে নিয়ে।পিন্টু'র বৃদ্ধ মা'কে পরিচর্যা করতেন সুকজান।(গত ৬ জানুয়ারি)বেলা ২ টার সময় কাকিলাদাড়ী পিন্টু নিজ গ্রামের বাড়ী সুকজান'কে নিয়ে যায়।পিন্টু ও সুকজান বাড়িতে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে প্রথম স্ত্রীর ঔরসজাত সন্তান আবির হোসেন বাড়িতে প্রবেশ করে সুকজান কে দেখা মাত্র ঘরে থেকে লোহার দা এনে সৎ মা সুকজান কে এলোপাতাড়ি কোপাতে থাকে এতে দেহের বিভিন্ন জায়গায় কেটে হাড় ভেঙ্গে জখম হয়। বাড়ির উঠানে লুটিয়ে পড়ে। একপর্যায়ে সুকজানের মারাত্মক অবস্থার সৃষ্টি হলে পিন্টু বিশ্বাস তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। সুকজানের জখমের খবর শুনতে পেয়ে পুর্বের স্বামীর ঔরসজাত কন্যা জুয়াইরিয়া (১৮) মায়ের হাড় ভেঙ্গে জখমের বিচার চেয়ে আবিরের বিরুদ্ধে মহেশপুর থানায় ১০ ই জানুয়ারি ২০২৪ ইংরেজি ধারা ৩২৩,৩২৬,৩০৭,৫০৬ বাঃ দঃ বিধি আইনে মামলা দায়ের করেন। এবিষয়ে মুঠো ফোনে জুয়াইরিয়া'র কাছে জানতে চাইলে বলেন,আবিরের বিরুদ্ধে আদালতে মামলা করাই বিভিন্ন ভাবে প্রাননাশের হুমকি ধামকি প্রদান করা হচ্ছে মামলা উঠিয়ে নিতে।আমি মামলা উঠিয়ে না নিলে মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দিবে।ভাড়াটে লোক দিয়ে আমাকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করবে। আমি এখন মা'কে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।আমি আমার মাকে হারাতে চাই না।আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবো বলে আশাবাদী। পিন্টু বিশ্বাস বিভিন্ন অপবাদ দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী টাকা খেয়েছে বলে যে অপপ্রচার চালাচ্ছেন তা আদালতের বিচার'কে বাধাগ্রস্ত করতে চাইছে। তাদের অপরাধ আড়ালে নিতেই এমন অপপ্রচার চালাচ্ছেন।এবিষয়ে কথা বলা হয় পিন্টু বিশ্বাস এর সাথে তিনি বলেন,আমি তাঁর সাথে কথা বলি নাই যা বলেছে সব মিথ্যা বানোয়াট।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭