আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ব্রাহ্মণগাও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ দুই আসনের সংসদ সদস্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম সোয়েব,সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল নিপু ফকির,কার্যকরী সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, আনোয়ার হোসেন চান মিয়া,অধ্যাপক ডা: হারুনুর রশিদ,টেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা সহ আরো অনেকে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭