সদর প্রতিনিধিঃ রূপকল্প ভিশন - ২০৪১ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সুদূরপ্রসারী উন্নয়নমূলক চিন্তা-ভাবনার পরিকল্পনা।রূপকল্পের প্রধান লক্ষ্য হল দারিদ্রতা দূরীকরণ, এবং মাথাপিছু আয় বৃদ্ধি।আর এই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে পাবনা সদর উপজেলায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় চারদিনব্যাপী অনুষ্ঠিত হলো দরিদ্র কৃষি জনগোষ্ঠীদের নিয়ে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা। যে প্রশিক্ষণের মাধ্যমে দরিদ্র্য জনগোষ্ঠী আয়ের উৎস তৈরি করতে পারবে, দারিদ্র সীমা থেকে উঠে আসবে, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহযোগিতা করতে পারবে।
চারদিনব্যাপী প্রশিক্ষণে মোট ১০০ জন সুফলভোগী প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণের বিষয় ছিল দুটি।
১.বাড়ির আঙিনায় শাকসবজি ও ফলফলাদি চাষ.
২.গবাদি পশু ও হাঁস মুরগি প্রতিপালন.
উক্ত প্রশিক্ষণে পাবনা সদর উপজেলার কৃষি গবেষক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাগণ প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ উদ্বোধন করেন পাবনা উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। প্রশিক্ষণে আরো অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বয় জনাব সাওয়াল বিশ্বাস এবং সামসুন্নাহার রেখা,আঞ্চলিক ব্যবস্থাপক মহোদয় জনাব কামরুননাহার এবং উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান গন। উক্ত প্রশিক্ষণের সভাপতিত্ব করেন পাবনা সদর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব শামীমা সুলতানা।এবং চারদিন ব্যাপী উক্ত প্রশিক্ষণের পরিচালনার দায়িত্ব পালন করেন উপজেলা ব্যবস্থাপক জনাব শাম্মী আক্তার।দুই দিনের প্রশিক্ষণ শেষে সকল সুফলভোগীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী এবং প্রশিক্ষণ বাবদ যাতায়াত ভাতা ও দৈনিক প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭