সোমবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৪ইং) পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন মরিয়ম নওয়াজশরীফ। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন নিউজে এ তথ্য প্রকাশ করেন।
এক প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাব প্রাদেশিক পরিষদে মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোটাভুটিতে পিএমএল-এন’এর মনোনীত প্রার্থী ছিলেন মরিয়ম নওয়াজ শরীফ। ২২০ জন আইনপ্রণেতার ভোট পেয়ে বিজয়ী হন মরিয়ম নওয়াজ শরীফ। মরিয়ম নওয়াজ এর প্রতিদ্বন্দ্বী ছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের মনোনিত প্রার্থী রানা আফতাব আহমেদ। তবে ভোটাভুটি বয়কট করে তারা। ধর্মভিত্তিক দলটির জোটে যোগ দিয়েছে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।
পাকিস্তানের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী প্রদেশ হিসেবে বিবেচনা করা হয় পাঞ্জাবকে। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশি এ প্রদেশের মধ্যে বসবাস করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭