ঝিনাইদহ সংবাদদাতা মোঃ লতা মিয়া:কমরেড মোফাজ্জেল হোসেন মঞ্জু বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্টি লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি , চিত্রা বাঁচাও আন্দোলনের আহবায়ক আজীবন বিপ্লবী দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল একুশে ফেব্রুয়ারি রোজ বুধবার আনুমানিক রাত ১১টার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ( ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
তার প্রথম জানাজা সকাল ৮টায় মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ গোহাটা ঈদগা ময়দানে। তার দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয় যোহর বাদ তার নিজ গ্রাম কালিগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের কাবিলপুরে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার কফিনে শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ তার সাথে কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দিন, তসলিমুর রহমান ,বাংলাদেশ সমাজতন্ত্রী দল বাসদের আহবায়ক কমরেড এডভোকেট আসাদুল ইসলাম, জেলা সদস্য আসাদুর রহমান, কালিগঞ্জ উপজেলা বাসদের সমন্বয় ডাক্তার আব্দুল মান্নান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক কমরেড স্বপন কুমার বাগচী ও জেলা কমিটির সদস্য সুজন বিপ্লব, গণসংগতি আন্দোলনের জেলার আহ্বায়ক কমরেড নজরুল ইসলাম ,বাংলাদেশ নারী মুক্তি পরিষদের আহ্বায়ক স্বপ্ন সুলতানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের ঝিনাইদহ জেলার সম্পাদক কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য কমরেড সাহিদুল এনাম পল্লব ও জেলা কমিটির সদস্য কমরেড শামসুজ্জামান আক্তার, কমরেড রাজা, কমরেড আব্দুর রাজ্জাক, কমরেড আব্দুল মান্নান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কমরেড আব্দুল কুদ্দুস কমরেড বিপ্লব বিষ্ণু সহ অসংখ্য কমিউনিস্ট নেতাকর্মী।
এছাড়া মরহুমের পরিবারের বাড়িতে এসে উপস্থিত হন ঝিনাইদহ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ার আজিম আনার, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাঙ্গীর হোসেন ঠান্ডু সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭