স্বপন রবি দাস, জেলা প্রতিনিধি হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার পলাতক আসামী রাকিব আলী (২০), কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারী) ভোর রাতে সিলেট ওসমানী নগর মোল্লাপাড়া এলাকা থেকে রাকিব আলী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো, ৪নং দিঘলবাক ইউনিয়নের গালিমপুর গ্রামের আব্দুর রশীদ এর পুত্র রাকিব আলী (২০)।নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলীর দিকনির্দেশনায় ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামী রাকিব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।