মো: লুৎফর রহমান স্টাফ রিপোর্টার:মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কলিয়া ও ধামশ্বর ইউনিয়নে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি ও বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কলিয়া ইউনিয়নের নিরালি ও ধামশ্বর ইউনিয়নের বৈরাগীর চরে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।এসময় অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে চার লক্ষ ষোল হাজার টাকা জরিমানা করা হয়।
দৌলতপুর উপজেলার ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।অভিযানে সহায়তা করেন উপজেলা ভুমি অফিসের সকল কর্মকর্তাবৃন্দ,আনসার ও গণমাধ্যমকর্মীরা।
এসময় সহকারী কমিশনার ফয়েজ উদ্দিন ভোরের বাংলা নিউজকে বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। উপজেলায় কিছু ব্যক্তি বেশ কিছুদিন ধরে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করে আসছেন, যার ফলে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। তাই অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলন ও পরিবহনসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে চার লক্ষ ষোল হাজার টাকা জরিমানা করা হয় এবং কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭