ঝিনাইদহ সংবাদদাতা মোঃ লতা মিয়া:বম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঝিনাইদহে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৯শে ফেব্রুয়ারি রোজ সোমবার ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এর সামনে সড়কের পাশে ঝিনাইদহ জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগ ঝিনাইদহ জেলার সম্পাদক কমরেড সাহিদুল এনাম পল্লব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের জেলার সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট আসাদুল ইসলাম, বাসদ জেলা কমিটির অন্যতম নেতা কমরেড আছাদুর রহমান বিপ্লবী কমিউনিস্ট লীগ ঝিনাইদহ পৌর নেতা জনি ইসলাম, বাসদনেত্রী কমরেড রুবিনা ইসলাম প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা দেশের অর্থ পাচারকারীদের অনুসন্ধান করে তাদের শ্বেতপত্র প্রকাশ করা ও পাচারকৃত অর্থ উদ্ধার করে অর্থ পাচারকারীদের শাস্তি দাবি করেন। সেই সাথে কথিত ১২ দশ সংসদ নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।