ঝিনাইদহ সংবাদদাতা:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষ বর্ষা খাতুন(বর্ষা হিজড়া) । মানবতার সেবায় কাজ করে যাওয়া বর্ষা খাতুন ইতিমধ্যেই ঝিনাইদহের গণমানুষের মাঝে পরিচিত মানবিক মুখ।তিনি সব সময় মানুষের কল্যাণে কাজ করেন।নারীদেরকে কর্মমুখী হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করেন বর্ষা খাতুন । নারীরা এখনকার সময়ে কোন দিক দিয়েই পিছিয়ে নেই তারাও পুরুষের পাশাপাশি সর্বক্ষেত্রে অধিক অবদান রাখছেন। মানুষের সেবা করার ব্রত নিয়ে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হবেন বলেন ঘোষণা দিয়েছেন। হিজড়াদের পুরুষ শাসিত সমাজে একটা অন্য রকম ভাবে দেখে যেটা মোটেও ঠিক নয় তারাও সমাজের জন্য দেশের জন্য অনেক অবদান রাখতে পারেন।উল্লেখ্য ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু, কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, শৈলকূপা ১৫ নং ফুলহরি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মহিলা মেম্বারও তৃতীয় লিঙ্গের মানুষ। তারাও কিন্তু সততা ও নিষ্ঠার সাথে সফল ভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং জনসাধারণের নিকট থেকে প্রশংসাও পাচ্ছেন।আমাদের ঝিনাইদহ সদর পৌরসভার চাকলাপাড়া এলাকার বাসিন্দা বর্ষা খাতুনও মানসিক ভাবে প্রস্তুতি নিয়েছেন তিনিও জনসাধারণের সেবা করার জন্য নির্বাচন করবেন এবং সকল মানুষের দোয়া ও আর্শিবাদে আল্লাহর রহমতে বিজয় লাভ করবেন। তিনি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মাদক সন্ত্রাস নির্মূলে যে কঠোর অবস্থান গ্রহণ করেছেন আমি নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকা থেকে মাদক সন্ত্রাস নির্মূলে কাজ করবো ইনশাআল্লাহ। বাল্যবিবাহ, যৌতুকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিবো।বয়স্ক ভাতা,বিধবা ভাতা,মাতৃতান্ত্রিক কালিন ভাতাসহ অন্যান্য ভাতাভোগীদের ভোগান্তি লাগবে কাজ করবো।পরিশেষে ঝিনাইদহ সদর উপজেলাবাসীদের নিকট দোয়া সমর্থন ও আর্শিবাদ প্রার্থনা করছি।