বেড়া (পাবনা) প্রতিনিধিঃপাঁচমাস অতিবাহিত হয়েছে সন্ধান মেলেনি মানসিক ভারসম্যহীন গার্মেন্টস কর্মী এক সন্তানের জননী সনিজা খাতুনের (রত্না) (২৫)। সে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রতন কান্দি গ্রামের শহিদ আলীর মেয়ে।শাহজাদপুর থানায় সনিজা খাতুনের মা সালেহা খাতুনের সাধারণ ডায়েরী থেকে জানা গেছে গতবছর ২৪ আগস্ট সকাল ১০ টার দিকে বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লার বোনের বাসায় বেড়াতে এসে সে নিখোঁজ হয়। তারপর থেকে পরিবারের সদস্যরা তার কোন সন্ধান পাচ্ছে না। ইতিমধ্যে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ খবর নেয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে চার মাসের অধিক সময় ধরে। সনিজার মা আক্ষেপ করে বলেন, এতোদিন অতিবাহিত হলো পুলিশ তার সন্ধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। মেয়েটি জীবিত আছে নাকি কোথাও কোন অপমৃত্যুর শিকার হয়েছে এ উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে একটি রাত শেষে আরেকটি দিনের শুরু হয় কিন্ত অপেক্ষা শেষ হয়না পরিবারের সদস্যদের।
কান্নাজড়িত কণ্ঠে সনিজার মা বলেন বর্তমান ফেসবুকের মাধ্যমে কতো মা তার সন্তান কতো বোন তার ভাই কতো ভাই তার বোনকে ফিরে পায় কিন্ত আমি এমনই হতভাগা মা পাঁচটা মাস শুধু চোখের জলে ভাসছি।
সনিজার বড়ো বোন সুমি খাতুন জানান,স্বামী ময়মনসিংহের আব্দুল জলিল সাথে সাভার এলাকায় একটি তৈরি পোষাক কারখানায় চাকরি করতেন সনিজা। তাদের সংসার জীবনে তানভীর (৭) নামের একটি পুত্র সন্তান রয়েছে। বছর সাতেক হলো তার বোন মানসিক ভারসম্য হারিয়ে ফেললে ভগ্নিপতি তাকে তার বাপের বাড়িতে রেখে যায়। পত্র সন্তানকে নিয়ে সনিজা তার বাপের বাড়িতেই অবস্থান করতেন।
সুমি খাতুন তার বোনের সন্ধান চেয়ে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।নিখোঁজ হওয়ার সময় সনিজার গায়ে তাম্রবর্ণের ম্যাচিং সালোয়ার কামিজ ওড়না পায়ে কালো স্যান্ডেল ছিলো মেয়েটির মুখাকৃতি গোলাকার ফর্সা মাথায় পাতলা চুল বাম কানের লতি কাটা আছে । মেয়েটির সন্ধান পেলে 01753770533 এই নাম্বারে জানানোর জন্য মানবিক সহযোগিতা চেয়েছেন।##
তারিখ ৩-২-২৪
মোঃ মানিক হোসেন বেড়া পাবনা।
০১৭৬০-৩৩৩২১৪