লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারের ইজারা মূল্য ৩০ লাখ থেকে পাচঁ বছরের ব্যবধানে বৃদ্ধি পেয়ে ৬৭ লাখে এসে দাঁড়িয়েছে। এতে করে বিপাকে স্থানীয় সাব-ইজারাদারগন। বাজারটি নিয়ম অনুযায়ী সরকার থেকে একজন ব্যক্তি ইজারা পায়। সেই ইজারাদারের নিকট পরে ভ্যাট, ট্যাক্সসহ ইজারা মূল্য দাঁড়ায় ৯৮ লাখ টাকা। তার সাথে লভ্যাংশ যুক্ত করে ক্ষেত্র বিশেষ ৭/৮টি ভাগ করে স্থানীয় কয়েক জন সাব-ইজারাদারকে বাজারটি বন্টন করে দেয়। কিন্তু স্থানীয় সাব-ইজারাদারগন অধিক মূল্য দিয়ে বাজার ইজারা নিলেও সরকারি নিয়ম অনুযায়ী ভাউচার দিয়ে টোল আদায় করতে হয়। এতে বছর শেষে আসল পাওয়া দুরের কথা, তাদের লাখ লাখ টাকা লোকসানের পরিমান গুনতে হয়।
এ ব্যপারে কয়েকজন সাব-ইজারাদার দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করে বলেন, লাভের আসায় ধার-দেনা করে বাজারের সাব-ইজারা নিয়ে অনেক টাকা লোকসান দিতে হয়। এভাবে করুনানগর, চর লরেঞ্চ, করইতোলা ও তোরাবগঞ্জসহ উপজেলার সকল বাজারেও একই দশা।জানা যায়, প্রতি বছর বাজারের দরপত্র আহ্বান করলেই একটা চক্র পেছনে লেগে বাজার গুলোর ইজারা মূল্য বৃদ্ধি করে দেয়। তাই ২০২৪ সালে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি এবং মানুষের আয় অনুযায়ী ক্রয়সীমার প্রতি লক্ষ্য রেখে হাজিরহাট বাজারসহ সকল বাজারের ইজারা মূল্য কমানোর জন্য কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস মহোদয়ের নিকট বাজারের সাব-ইজারাদার এবং সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীগ জোর দাবি জানিয়েছেন ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭