মো: লুৎফর রহমান স্টাফ রিপোর্টার: ধামরাইয়ের প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রবেশপত্র পেতে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক পারভীন আক্তার এমন কাণ্ডে জড়িত বলে জানা গেছে।
এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবেশপত্রের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করছেন। এ ছাড়া শারমিন আক্তার নামে এক শিক্ষার্থীর থেকে ১৫ হাজার টাকা নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থী শারমিন আক্তার বলেন, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক ২২ হাজার টাকা চায়। পরে ১৫ হাজার টাকা দেই। বিদায় অনুষ্ঠানের দিন ওনি আমার কাছে আরও ৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে প্রবেশপত্র দেওয়া হবে না বলেও জানানো হয়। এ ছাড়া ওইদিন প্রত্যেক ছাত্র-ছাত্রী প্রবেশপত্রের জন্য ৫০০ করে টাকা নেওয়া হয়।
এ বিষয়ে পারভীন আক্তারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে টাকা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, এ বিষয়ে আমার কাছে একটা অভিযোগ আসছে। আমরা তদন্ত করে দেখছি। ১৫ হাজার টাকা লেনদেনের কোনো কাগজপত্র নেই। উভয়পক্ষকে ডেকে সমাধান করেছি। ছাত্রীর বাসায় প্রবেশপত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে।
এদিকে অন্যান্য পরীক্ষার্থীর কাছ থেকে প্রধান শিক্ষকের প্রবেশপত্র বাবদ ৫০০ করে টাকা নিয়েছেন- এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে আমরা সুনির্দিষ্টভাবে এটার কারণ বের করে বিধি মোতাবেক ব্যবস্থা নেব।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭