জেলা প্রতিনিধি:ঈশ্বরদীর মেধাবী ছাত্রী ইশরাত জাহান সূচী এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেয়েছে। সূচী ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের জিগাতলা গ্রামের মো. সুমন আলীর মেয়ে।
ইশরাত জাহান সূচী বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের নাতনী এবং প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ মামুন এর ভাতিজা।
সূচীর হাতে খড়ি এলাকার ব্র্যাক স্কুল থেকে, এরপর রুপপুর স্বর্ণকলি বিদ্যাসদন থেকে ৫ম শ্রেণি পাশের পর ভর্তি হয় ঈশ্বরদী ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশের পর ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি উত্তীর্ণ হয়।
মেধাবী ছাত্রী সূচি তার সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক হয়ে মানুষের সেবা করবেন বলে মনোভাব ব্যক্ত করেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭