ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ সমাপ্ত হয়েছে। সদর মডেল থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে উল্লাসে মেতে উঠে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি-পুলিশের দল।শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে ঢাকঢোল পিটিয়ে ফাইনাল খেলা শেষ হয়।রাত ৯ টার দিকে চ্যাম্পিয়নশিপ ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার তারেক বিন রশিদ।এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মো. হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর-সার্কেল) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি-সার্কেল) সাইফুল আলম চৌধুরী, ডিআইও-১ একেএম আজিজুর রহমান মিয়া, ওসি ডিবি মো. সাহাদাত হোসেন টিটো, আরআই (পুলিশ লাইন্স) মো. আব্দুস সামাদ, সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সরা এ খেলা উপভোগ করেন।উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশের এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ শুরু হয়।