ঢাকাবুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ খবর

পদ্মানদী থেকে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ


ফেব্রুয়ারি ৭, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাবু হালদার টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ)প্রতিনিধি: বিশেষ কম্বিং অপারেশন ২০২৪ইং উপলক্ষে টঙ্গীবাড়ী উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল দিঘীরপাড় সংলগ্ন পদ্মা নদীর পাড়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। টঙ্গীবাড়ী থানা পুলিশের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিজানুর রহমান, অফিস সহায়ক আসানন্দ প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।