ঢাকাবুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪

ঝিনাইদহের শৈলকুপা হতে দেশীয় তৈরী ওয়ান শুটারগান সহ একজন জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।


ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতা:রোজ বুধবার ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ র‌্যাব-৬, সিপিসি-২ ,ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার শৈলকুপার শেখপাড়া বাজার এলাকায় কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে একই তারিখ বিকাল ১৪.৩০ ঘটিকায় ঝিনাইদহ জেলার শৈলকুপা নিশ্চিন্তপুর গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী কুষ্টিয়া জেলার কুমারখালী থানার রাজাপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে

শামছুজ্জামান(৪৫) কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ০৪ রাউন্ড তাজা গুলিসহ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার
শৈলকুপা থানায় হস্তান্তর করতঃ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।