ঢাকাশনিবার , ৬ জানুয়ারি ২০২৪

শরীয়তপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র আগুন


জানুয়ারি ৬, ২০২৪ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মো: আবুল কালাম, নিজস্ব প্রতিনিধি: ৫ই জানুয়ারি শুক্রবার, দিবাগত রাতে শরীয়তপুর নড়িয়া উপজেলা ৬৫নং চরমোহন সুরেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের কক্ষের জানালা দিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারনা করা হয়েছে। ে

পুলিশ সূত্রে ও এলাকাবাসী জানায় যে, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে বড় ধরনের কোন ক্ষতি না হলেও বিদ্যালয়টির কক্ষের বেশ কয়েকটি বেঞ্চ পুড়ে গেছে। তাৎক্ষনিক খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান সহ এলাকাবাসী ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে বলেন, যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের তাদের আইনের আওতায় এনে সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।