ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ সদ্য অনুষ্ঠিত ০৭ জানুয়ারি-২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ ২৭৪ (লক্ষ্মীপুর-১) রামগঞ্জে ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন খান ৪০০৯৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্ধি হাবিবুর রহমান পবন ঈগল প্রতিক নিয়ে পেয়েছেন ১৮১৫৬ ভোট। জাতীয় সংসদ ২৭৫ (লক্ষ্মীপুর-২) রায়পুর আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ১৩০২১১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম ঈগল প্রতিক নিয়ে পেয়েছেন ৯০২৮ ভোট। জাতীয় সংসদ ২৭৬ (লক্ষ্মীপুর-৩) সদর আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু ৫২২৯৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী এম.এ সাত্তার ট্রাক প্রতিক নিয়ে পেয়েছেন ৩৫৬২৮ ভোট। জাতীয় সংসদ ২৭৭ (লক্ষ্মীপুর-৪) (রামগতি-কমলনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আবদুল্লাহ আল মামুন ঈগল প্রতিক নিয়ে ৪৬৬৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ মোশারফ হোসেন নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৩৩৩৩২ ভোট। দৈনিক ভোরের খবর প্রতিনিধি বিভিন্ন কেন্দ্রে সকাল ৮.৩০ মিনিট থেকে বিকেল ৪.০০ ঘটিকা পর্যন্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখা গেছে ভোটার উপস্থিতি খুব কম। বিশেষ সূত্রে জানা যায়, অত্র আসনগুলোতে মোট ভোটার সংখ্যার প্রায় ৪০% ভোটার ভোট প্রদান করেছেন। নির্বাচন চলাকালীন সময়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত ভোট অনিয়মের কোন তথ্যও পাওয়া যায়নি। লক্ষ্মীপুর জেলার উপস্থিত ভোটারগণ বলেন, এতো ভোটার উপস্থিত হয়নি যতটা আমরা আশা করেছিলাম। এমতাবস্থায় কোন প্রার্থীর প্রতিক্রিয়া জানাও সম্ভব হয়নি।