ঢাকাবুধবার , ১০ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ খবর

নির্বাচনী পরবর্তী সহিংসতায় প্রাণ গেল সংখ্যালঘু নেতার


জানুয়ারি ১০, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিপুল হোসেন(ঝিনাইদহ)জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা ও পূজা উদযাপন পরিষদের সদস্য বরুণ কুমার ঘোষ (৪৫) নামে এক আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধা ৭ টার দিকে শহরের ঘোষপাড়ার মড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বরুণ ঘোষ শহরের হামদহ এলাকার ঘোষপাড়ার নরেন চন্দ্র ঘোষ এর ছেলে। ঝিনাইদহ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরের ঘোষপাড়া মোড়ের চায়ের দোকানে যান বরুণ ঘোষ। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে আহত করে। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিনয় কৃষ্ণ অভিযোগ করেন নৌকার পক্ষে ভোট করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষ ঈগলের সমর্থকেরা তাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে দেয় বলে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুলতানা মেফতাহুল জান্নাত জানান,হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতর চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ শাহিন উদ্দিন জানান, হামদহ এলাকায় বরুণ নামে একজনকে হত্যা করা হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা পুলিশ তদন্ত করে দেখছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।