ঢাকামঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ খবর

দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অসহায় দুস্হ্য শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন এমপি এস এম জাহিদ


জানুয়ারি ২৩, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অসহায় দুস্থ্য শীতার্থ সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ।

দৌলতপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও প্রেসক্লাবের আয়োজনে (২৩ জানুয়ারী) মঙ্গলবার বিকালে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে শতাধিক দুঃস্থ, অসহায় ও শীতার্থ সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি । প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে মানিকগঞ্জ -১ আসনের এমপি সালাউদ্দিন মাহমুদ জাহিদ বলেন- প্রেসক্লাবের আয়োজনে দুঃস্থ, অসহায় ও শীতার্থ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করায় উপজেলা প্রশাসন ও প্রেসক্লাবকে ধন্যবাদ জানান তিনি । এসময় তিনি আরও বলেন আমি এলাকায় উন্নয়ন করতে চাই আমার বিশ্বাস এই উন্নয়ন কাজে আপনারা সকলেই সহযোগিতা করবেন। শীতে কোন অসহায় মানুষ যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।

এসময় বক্তব্য রাখেন চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক,প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুবুল আলম রাসেল,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।