ঢাকামঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪

টঙ্গীবাড়ীতে নৌকার গণসংযোগ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত


জানুয়ারি ২, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাবু হাওলাদার টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি গণসংযোগ ও নির্বাচনী সভা করেছেন। মঙ্গলবার বেলা ১২ টায় হাসাইল বাজারে এবং বিকেল ৪ টায় হাসাইল চরাঞ্চলের বিদগাও বাজারে এ নির্বাচনী সভা করেন তিনি। হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আনিসুর রহমান সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার কাজি ওয়াহিদ, হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী আনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন ফকির, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওসমান গনী মেলকার, আসিফ তন্ময় তপু,উপজেলা যুবলীগ নেতা মীর হোসেন সিকদার, হাসাইল বানারী ইউনিয়ন যুবলীগের সভাপতি তাজু মুন্সি, সাধারণ সম্পাদক ইকবাল গাইন,হাসাইল বানারী ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান, ইউপি সদস্য শাহিন দেওয়ান, বাবু হাওলাদার, নাজমুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, ডালু বেপারী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক নিশাদ মেলকার সহ স্থানীয় এলাকাবাসী।উপস্থিত এলাকাবাসীর নিকট ভোট প্রার্থনা করেন সাগুফতা ইয়াসমিন এমিলি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।