ঢাকামঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ খবর

কমলনগরে রমরমা দেহ ব্যবসা দেখার কেউ নেই?


জানুয়ারি ২৩, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে ফ্যামিলি বাসার নামে রমরমা দেহব্যবসা চললেও দেখার কেউ নেই। শুধু তাইনা এই অসামাজিক ব্যবসার আড়ালে মাদক সেবন, বিক্রি ও রাতভর জুয়ার ব্যবসার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে-হাজিরহাট বাজার আমানিয়া রোড ইরাকি মমিনের দর্জার পুর্ব পাশে একটি হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মনির হোসেন (মনু) প্রভাবশালী মহলের কতিপয় অসাধু চাঁদাবাজকে ‘ম্যানেজ’ করে চালাচ্ছে এসব অপরাধমূলক কর্মকাণ্ড!

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক দিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মধ্য বয়সী মহিলা ও কিশোরীদের এনে অনৈতিক এই কর্মকাণ্ড চালাচ্ছে মনির হোসেন (মনু) সহ কয়েকটি অপরাধী চক্র!

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একজন গণ্যমান্য ব্যাক্তি জানায়,মনির হোসেন মনু এর বাসায় পতিতাবৃত্তির পাশাপাশি সারারাত ধরে চলে জুয়ার আসর।

খোঁজ নিয়ে জানা যায়, রাজনৈতিক ব্যক্তিত্ব ও থানার দালাল নামধারী ব্যাক্তি ক্ষমতায় চলে এসব অবৈধ কার্যকলাপ।
এছাড়াও কমলনগরের বিভিন্ন স্থানে বাসায় অবাধে চলছে এসব অনৈতিক কর্মকাণ্ড।

এলাকার সচেতন মহল বলেন,এ ভাবে চলতে থাকলে আগামি দিনে কমলনগরে মাদক,চাঁদাবাজি,চুরি-ডাকাতি, কিশোর অপরাধ সহ সামাজিক অবক্ষয় দেখা দিতে পারে।

এ অনৈতিক কার্যকলাপের মুল হোতা মনির হোসেন (মনু) এর মুঠো ফোন -01725843252 রাত ০৯:৫৫ মিনিটে কল দিয়ে জানতে চাইলে সে বলে কমলনগরে এসব ব্যবসা আরো অনেক যায়গায় চলে, আপনি কে আর আপনাকে আমি কৈফিয়ত দিবো কেন ? বলে কল কেটে দেয়।

এ ব্যাপারে চর জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, বিষয়টি আমি কমলনগর থানার দৃষ্টিগোচরে আনবো যেন দ্রুত এ অনৈতিক কার্যকলাপ চিরতরে বন্ধ হয়ে যায়।

কমলনগর থানার অফিসার ইনচার্জ তহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার অবগত নয়,দ্রুত ব্যাবস্থা নেওয়া হচ্ছে ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।