ঢাকারবিবার , ২৮ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ খবর

হরিরামপুরে ইট ভাটার আগুনে পুড়ছে শিশুদের স্বপ্ন


জানুয়ারি ২৮, ২০২৪ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মো: লুৎফর রহমান স্টাফ রিপোর্টার :মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ ইট ভাটায় চলছে শিশু শ্রমিক দিয়ে ইট পোড়ানোর কাজ।জানা গেছে, হরিরামপুরের কয়েকটি ব্রিকসে ১২ থেকে ১৪ বছরের চার-পাঁচ জন শিশু শ্রমিক দিয়ে ইট পোড়ানোর কাজ করানো হচ্ছে। শুধু তাই না, সেসব ইট ভাটায় সরকারী নির্দেশ অমান্য করে কৃষি জমির মাটি কেটে আনা হচ্ছে অহরহ। এছাড়াও ছোট্ট ছোট্ট শিশুদের দিয়ে অবৈধ ইট ভাটায় কমিশনের মাধ্যমে করানো হচ্ছে ইট তৈরির কাজ।সরেজমিনে গিয়ে দেখা যায়, যে বয়সে শিশু গুলোর স্কুলে লেখা পড়া করতে যাওয়ার সময় অথচ তাদের এখন লেখা পড়া বাদ দিয়ে করতে হচ্ছে ইট ভাটায় কাজ। যেখানে শিশুশ্রম আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে দেদারসে শিশুদের দিয়ে করানো হচ্ছে ইট ভাটায় কাজ।কিশোরগঞ্জ থেকে আসা শিশু রাতুল বলেন, আমি আমার ভাইয়ের সাথে এসেছি। কমিশনের মাধ্যমে কাজ করি এখানে। ১ হাজার ইট আনলোড করলে একশ টাকা পাই।কুড়িগ্রামের শিশু রিয়াজুল বলেন, ৭ দিন পরপর আমি আঠারশ টাকা পাই। আমি শুধু ইট উল্টানোর কাজ করি।স্থানীয় একটি ব্রিকসের ম্যানেজার বলেন, এসব শ্রমিক তাদের বাবা মায়ের সাথে আসছে। হয়তো অভাবের কারণে তারা কাজ করছে।এ ব্যাপারে মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ড.মোঃ ইউসুফ আলী বলেন, অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে শ্রীঘই অভিযান পরিচালনা করা হবে। আর শিশুশ্রম তো কোনোভাবেই করতে পারবে না। ইতোমধ্যে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।এ বিষয়ে হরিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমানের সরকারি মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।