নিজস্ব প্রতিনিধি: সদ্য অনুষ্ঠিত, ০৭ই জানুয়ারি, ২০২৪ইং, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সংসদ-২২২, (শরীয়তপুর-২) নড়িয়া সখিপুর নির্বাচনে একে এম এনামুল হক শামীম (নৌকা) ৭৫,৫০৩ ভোট বেশি পেয়ে বেসরকারী ভাবে জয় লাভ করেন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত (ঈগল) ৫৭,৭৯৯ ভোট পেয়ে পরাজিত হন।সখিপুর নড়িয়া আসনে মোট ভোটার সংখ্যা ৩,৮১,২৮৮ জন। তার মধ্যে পুরুষ ১,৯৮,২৬৩ জন, নারী ১৮৩০২৩ জন এবং হিজড়া রয়েছে ২ জন। তার মধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ১,৯১,১০১ টি। বিভিন্ন কেন্দ্রে সকাল ৯:০০ মিনিট থেকে বিকেল ৩.৩০ সময় পর্যন্ত বিভিন্ন স্থানীয় তথ্য সূত্রে সংবাদ সংগ্রহ করে জানা গেছে যে, ভোটার উপস্থিতি খুব কম ছিলো। নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র ছোট খাটো দুই একটি অপ্রীতিকর ঘটনা থাকলেও উল্লেখযোগ্য কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত (ঈগল) ৭৫,৫০৩ ভোটের ব্যবধানে নৌকার কাছে পরাজিত হন। (নড়িয়া ও সখিপুর) স্থানীয় কিছু সংখ্যক ভোটারা নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তিরা বলেন যে, বেশির ভাগ কেন্দ্র ভোটার সংখ্যা মাঝে মাঝে দুই চার জন ছাড়া তেমন দেখা যায়নি। আসলে আমরা স্থানীয় ভোটরা যতোটা উৎসব মুখোর ভোটার উপস্থিত আসা করেছিলাম, ভোটার উপস্থিত আশা অনুরূপ ততটা উপস্থিতি দেখতে পাইনি। এমতাবস্থায় কোন প্রার্থীর প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।অন্যদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ ও শরীয়তপুর-৩ নির্বাচনী আসনে নৌকার মনোনীত প্রার্থীর বিপক্ষে উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোন প্রার্থী না থাকায়, শরীয়তপুর-১ থেকে সংসদ সদস্য, ইকবাল হোসেন অপু ও শরীয়তপুর-৩ সংসদ সদস্য, নাঈম রাজ্জাক, নৌকার মনোনীত হওয়ায় তারা দুজনেই হেসে খেলে বিজয় নিশ্চিত করেন।