গত ৭ই জানুয়ারি ২০২৪ইং, রবিবার, সন্ধ্যা রাতে শরীয়তপুর জেলা, সখিপুর থানাধীন, সখিপুর ইউনিয়ন, নৈমুদ্দিন সরকার কান্দি, মুসু সরকারের নিজ বাড়ীতে ডুকে, তার ঘরে ভিতর প্রবেশ করে মুসু সরকার ও সেকুল সরকারের উপস্থিতিতে শীর্ষ সন্ত্রাসী মোঃ ইলিয়াছ সরকার এর নেতৃত্বে সখিপুর থানা যুবলীগ নেতা মোঃ শাহরিয়ার সরকার এর উপর সন্ত্রাসীদের আতর্কিত হামলা ও আসবাবপত্র ভাংচুর করেন।
স্থানীয় সূত্রে: উপস্থিতি থাকা এক জনৈক ব্যক্তি নিজের ব্যক্তিগত নিরাপত্তা জনতি কারণে নিজের নাম পরিচয় দিতে অপারগত প্রকাশ করে বলেন: হঠাৎ শীর্ষ সন্ত্রাসী ইলিয়াছ সরকার নেতৃত্ব তার ছেলে ইরফান সরকার সহ তার সন্ত্রাসীবাহীনির সদস্য রবিন সরকার, মাসুম বেপারী, সুফিয়ান হাওলাদার, জুয়েল হাওলাদার, রুবেল শেখ সহ নাম না জানা অজ্ঞাত সন্ত্রাসীরা হঠাৎ মুসু সরকারের ঘরের ভিতর ডুকে ধর ধর বলে মোঃ শাহরিয়ার সরকারকে এলো পাথারি কিল-খুশি লাথি মারতে থাকেন এবং দেশিও অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে আহত করে মৃত্যুর হুমকি দিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে দ্রুত স্থান ত্যাগ করেন।
এমতাবস্থায়, শাহরিয়া সরকারের ছোট ভাই শোহান সরকার বিস্তারিত উল্লেখ করে বলে যে, গত ৭ই জানুয়ারির ২০২৪ইং দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে, শরীয়তপুর-২ আসনের নৌকার মনোনীত প্রার্থী এ কে এম এনামুল হক শামীমের নৌকার বিপক্ষে গিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত এর ঈগল মার্কার পক্ষে সারাদিন নির্বাচনী প্রচারনা কার্যক্রম করায় এলাকার শীর্ষ সন্ত্রাসী ইলিয়াছ সরকারের নেতৃত্ব তার ছেলে ইফরান সরকারের স্থানীয় সন্ত্রাসী দলবল সহ, মামা মুসু সরকারের ও সেকুল সরকারের উপস্থিতিতে, বড় ভাই শাহরিয়ার সরকার উপর সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত ভাবে আতর্কিত হামলা চালিয়ে আহত করেন এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করেন।
এই ন্যাক্কারজনক ঘটনার জন্য তার ছোট ভাই ও স্থানীয় উপস্থিতি সাধারন জনগণ তীব্র নিন্দা ও খোব প্রকাশ করেন। এবং শীর্ষ সন্ত্রাসী ইলিয়াছ সরকার ও তার সন্ত্রাসী ছেলে ইফরান সরকারের সন্ত্রাসীবাহীনি রবিন সরকার, মাসুম বেপারী, সুফিয়ান হাওলাদার, জুয়েল হাওলাদার, রুবেল শেখ কে আইনের আওতায় এনে সখিপুর থানা পুলিশের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করেন সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি গ্রহণ করেন। যাতে ভবিষ্যতে এলাকায় এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সন্ত্রাসীরা ঘটিয়ে এলাকায় অশান্তির পরিবেশ তৈরী না করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭