টাঙ্গাইলের সখিপুরে চতলবাইদ করটিয়া পাড়া দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি (সমবার) অত্র মাদরাসার সভাপতি সোনার বাংলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক জ্বনাব মোহাম্মদ জোলহাস মিঞার সভাপতিত্বে, সহকারি শিক্ষক হাবিবুর রহমান ও আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম সিকদার সাধারণ সম্পাদক ৮ নং বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ,উদ্বোধক সিরাজুল ইসলাম সৌদি প্রবাসী।
বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক “দৈনিক ভোরের খবর“ ভেন্ডার ও সার্ভেয়ার জ্বনাব রফিকুল ইসলাম। অত্র প্রতিষ্ঠানের সুপার আব্দুল জব্বার মাদরাসার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রধান অতিথি শরিফুল ইসলাম সিকদার অত্র মাদরাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ার উন্নতির জন্য শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
ক্রীড়া অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নিয়োজিত ছিলেন ক্রীড়া শিক্ষক আলী আকবর,সহকারি শিক্ষক মজিবুর রহমান,সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ।
বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন সহ-সুপার মোকছেদ আলী,সহকারি শিক্ষক মফিজ উদ্দিন,সহকারি শিক্ষক তোফায়েল আহমেদ,সহকারি শিক্ষক জুলহাস উদ্দিন, জয়নাল আবেদীন, সহকারি শিক্ষক বিউটি আক্তার, সহকারি শিক্ষক ফাতেমা আক্তার।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭